অনলাইন ডেস্ক, ১৬ মার্চ।। সদ্য হালনাগাদ করা আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ভারতের পেসার জসপ্রীত বুমরাহ ও শ্রীলঙ্কান ব্যাটার দিমুথ করুনারত্নের। তবে পিছিয়েছেন বিরাট কোহলি।
লঙ্কানদের বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ৮ উইকেট নিয়েছেন বুমরাহ। তার মধ্যে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে প্রথমবারের মতো ঘরের মাটিতে ৫ উইকেট নেন তিনি। তার পুরস্কারও পেয়েছেন বুমরাহ। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে চতুর্থতম স্থানে জায়গা করে নিয়েছেন এই পেসার।
https://www.facebook.com/icc/posts/pfbid0V94JW4FwVt5z5QxsnKY5Xu9LgsJ8aMeSUr1c7cQ5yvT6Tz7cS3Rf96RJ3RAYjFmCl
দল হোয়াইটওয়াশ হলেও টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লঙ্কান অধিনায়ক করুনারত্নের। ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি। বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ১০৭ রানের ইনিংস খেলেন করুনারত্নে।
তবে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়েছেন কোহলি। পঞ্চম থেকে ৯ম স্থানে নেমে গেছেন এই সিরিজে মোহালিতে শততম টেস্ট খেলা ভারতের সাবেক অধিনায়ক।