প্রয়াত সেনার জেনারেলের স্মৃতিতে একটি চেয়ার অফ এক্সিলেন্স উৎসর্গ করেছে ভারতীয় সেনাবাহিনী

অনলাইন ডেস্ক, ১৬ মার্চ ।। ২০২১ সালের ৮ ডিসেম্বর ভারতীয় সেনার জেনারেল বিপীন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা এবং ১২ জন সশস্ত্র কর্মী একটি চপার দুর্ঘটনায় নিহত হন। এহেন আকস্মিক ঘটনা ভারতীয় সেনার কাছে এক বড়সড় ধাক্কা ছিল তা বলাই বাহুল্য।

এরই মাঝে এবার প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপীন রাওয়াতের ৬৫তম জন্মদিনের প্রাক্কালে ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া (ইউএসআই)-এ তাঁর স্মৃতিতে একটি চেয়ার অফ এক্সিলেন্স উৎসর্গ করেছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার সাউথ ব্লকে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল মুকুন্দ নারাভানে এবং চিফস অফ স্টাফ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল এম নারাভানে বিশেষ সম্মানের কথা ঘোষণা করেন।

এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে, এয়ার স্টাফের ভাইস চিফ এয়ার মার্শাল সন্দীপ সিং, ভাইস চিফ অফ নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমেডে, চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ থেকে চেয়ারম্যান চিফস অফ স্টাফ কমিটি (সিআইএসসি) এয়ার মার্শাল বি আর কৃষ্ণ এবং ডেপুটি চিফ অফ দ্য আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এস কে শর্মা।

ইউএসআই-এর ডিরেক্টর মেজর জেনারেল বি কে শর্মা (অবসরপ্রাপ্ত) এর হাতে ৫ লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয়, যা মনোনীত চেয়ার অফ এক্সিলেন্সকে সম্মাননা হিসেবে প্রদান করা হবে। প্রয়াত জেনারেল বিপিন রাওয়াত, যিনি ভারতের প্রথম সিডিএস এবং ভারতীয় সেনাবাহিনীর ২৭ তম প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *