অনলাইন ডেস্ক, ১৬ মার্চ ।। ইউক্রেনে ভাড়াটে যোদ্ধা নিয়োগে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছিলেন, যারা শুধুমাত্র অর্থের বিষয়টি বিবেচনা করবে না তাদেরই সুযোগ দেওয়া হবে।
পুতিন সম্মতি দেওয়ার পর এখন পর্যন্ত ৪০ হাজার সিরীয় যোদ্ধা রাশিয়ার হয়ে লড়তে নিজেদের নাম লিখিয়েছে।
রুশ প্রেসিডেন্ট টাকা পয়সার বিষয়টি মূখ্য হিসেবে না ধরতে বললেও সিরীয় যোদ্ধাদের লোভনীয় অর্থের প্রস্তাব দিয়েছে রাশিয়া।
যুদ্ধ নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রাশিয়া কথা দিয়েছে ইউক্রেনে যুদ্ধ করতে আসলে প্রতি মাসে ১ হাজার ১০০ ডলার বেতন দেওয়া হবে। যেখানে সিরিয়াতে তারা মাসে মাত্র ৩০-৩৫ ডলার আয় করে থাকেন।
তাছাড়া কেউ যদি যুদ্ধ করতে গিয়ে আহত হন তাহলে চিকিৎসা ও ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে ৭ হাজার ৭০০ ডলার।
আর যদি কেউ ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাহলে সেই যোদ্ধার পরিবারকে ১৬ হাজার ৫০০ ডলার ক্ষতিপূরণ দেওয়ার কথা দিয়েছে রাশিয়া।