অভিনয় প্রতিভার মাধ্যমে সকলের হৃদয়ে জায়গা করেছেন অনুপম খের

অনলাইন ডেস্ক, ১৫ মার্চ।। কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের কাহিনীর উপর ভিত্তি করে দ্য কাশ্মীর ফাইলস (Kashmir Files) রীতিমতো ঝড় তুলেছে বিনোদন দুনিয়ায়। ইতিমধ্যে বক্স অফিসে একটি অভূতপূর্ব লাফ দেখেছে কারণ এটি মুক্তির পর থেকে তৃতীয় দিনে ২৭.১৫ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। এতে খুশি গোটা টিম।

এই সিনেমায় নজর কেড়েছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সিনেমায় নিজের অনবদ্য অভিনয় প্রতিভার মাধ্যমে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেতা। সম্প্রতি অনুপম খের বলেন, ছবির অনেক দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়তেন যে, তিনি কাঁদতে শুরু করতেন।

তিনি বলেন, ‘এই চরিত্রে অভিনয় করার সময় আমি মোটেই মিথ্যার আশ্রয় নিতে চাইনি। আমি চেয়েছিলাম যে আমি আমার আত্মা দিয়ে এটি অনুভব করি এবং আমার আত্মা বিশ্বের কাছে পৌঁছে যাক কারণ আমার মাথার উপর ৫ লক্ষ কাশ্মীরি পণ্ডিতের দায়িত্ব ছিল, যারা ১৯৯০ সালের ১৯ জানুয়ারি তাদের নিজের বাড়ি থেকে নির্মমভাবে উচ্ছেদ হয়েছিলেন।’

কাশ্মীরি পণ্ডিতদের যন্ত্রণা ও ছবি প্রসঙ্গে অনুপম আরও বলেন, ‘কাশ্মীরি পণ্ডিতদের কষ্টকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াটা খুব জরুরি ছিল। এই ছবির সময় আমি অনেক কেঁদেছি। পর্দায় এবং এমনকি শট শেষ হওয়ার পরেও। অনেক সময় বিবেক এসে আমাকে আলিঙ্গন করে কাঁদতেন। শুধু এই কারণে নয় যে এটি একটি দুঃখজনক দৃশ্য ছিল, কিন্তু কারণ এটি মনে হয়েছিল যে এই চলচ্চিত্রটি তাদের কণ্ঠস্বর হয়ে উঠবে যাদের সমস্যাগুলি মানুষ সেইসময়ে অস্বীকার করেছিল।’

সম্প্রতি এক ভিডিও বার্তায় অনুপম খের জানিয়েছিলেন, তিনি শুধুমাত্র এই সিনেমায় অভিনয়ই করেননি, বরং সাক্ষী থেকেছিলেন ১৯৯০-এর দশকে কাশ্মীরি হিন্দুদের ওপর অত্যাচারের সাক্ষী থেকেছিলেন। তিনি আরও বলেন, সংকল্প দিয়ে আমার ক্যারিয়ার শুরু৷ তারপর প্রায় ৫০০ সিনেমায় অভিনয় করেছি৷ এই প্রথমবার আমি কোন অভিনয় করিনি৷ কারণ, গোটা ঘটনার সঙ্গে আমি জড়িত৷ আমার পরিবার জড়িত রয়েছে৷ যা করেছি সবটাই আমার সেদিনে অভিব্যক্তি৷ ফলে আমাকে এই সিনেমার জন্য কোন অভিনয় করতে হয়নি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *