অনলাইন ডেস্ক,১৫ মার্চ।। মার্কিন কর্মকর্তাদের মতে, ইউক্রেনে রুশ বাহিনী এখন কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা অজানা ডিভাইসে সজ্জিত। নিউইয়র্ক টাইমসকে জানান, এ যুদ্ধাস্ত্র বাধা এড়িয়ে আঘাত করতে সক্ষম। এমনকি উল্টো দিকে আসা ক্ষেপণাস্ত্র ঠেকিয়েও দিতে পারে। খবর বিবিসি।
প্রচুর আলোচনা হলেও অস্ত্র ও গোলাবারুদ বিশেষজ্ঞরা ডিভাইসগুলোকে শনাক্ত করতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে টাইমস বলছে, ওই অচেনা ডিভাইসগুলো স্বল্প-পাল্লার ইস্কান্ডার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত। প্রতিটি প্রায় এক ফুট লম্বা এবং এতে এমন সরঞ্জাম রয়েছে যা রেডিও সংকেত তৈরি করে রাডার জ্যাম করে দিতে পারে।
এ ছাড়া প্রতিটি ডিভাইসে আগত ক্ষেপণাস্ত্র আকর্ষণ করার জন্য তাপ উৎস রয়েছে। মার্কিন কর্মকর্তা বলছেন, ১৯৭০ এর দশক থেকে পারমাণবিক অস্ত্রগুলোকে এ ধরনের সহায়ক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
এর আগে সোমবার এক জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকে রাশিয়া ৯০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।