অনলাইন ডেস্ক, ১৫ মার্চ।। ইউক্রেন ফেরত রাজ্যের ডাক্তারি শিক্ষার্থীদের পড়ার খরচ বহন করবে তেলেঙ্গানা সরকার। মঙ্গলবার রাজ্য বিধানসভায় এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
সম্প্রতি রাজ্যের পড়ুয়াদের কেন দেশের বাইরে পড়তে যেতে হচ্ছে তা নিয়ে বিস্তর বিতর্ক দেখা দেয়। এই পরিস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই কথা বলেন।
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য থেকে ৭৪০ জন পড়ুয়া ইউক্রেনে পড়তে গিয়েছিল। যাদের ইতিমধ্যেই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি থেকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা এই বিষয়ে কেন্দ্রকে চিঠি লিখে বিস্তারিত জানাব। রাজ্যের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথাও জানানো হবে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক যুদ্ধের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পর থেকেই শুরু হয় আগ্রাসী হানা। ইউক্রেনে পড়তে আসা শিক্ষার্থী সহ কাজের সূত্রে আসা মানুষ বিপদের মুখে পড়ে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে পড়ুয়ারা। বাঙ্কার, ভূগর্ভস্থ মেট্রোস্টেশনে ছেলে-মেয়েদের একসঙ্গে থাকার ব্যবস্থা করা হয়। তার মধ্যে যুদ্ধ শুরু হতেই চারিদিকে সাইরেনের আওয়াজ , বুটের ভারী শব্দ, সেই সঙ্গে গুলি বোমার আওয়াজ, এটিএম বন্ধ, হাতে টাকা নেই, খাবার, পানীয় ছাড়া এক অসহায় পরিস্থিতির মধ্যে থাকতে বাধ্য হয় পড়ুয়ারা।
এর মধ্যেই খারকিভে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ভারতের কর্নাটকের ছাত্র নবীন শেখরাপ্পার। আহত হয় অপর এক ভারতীয় ছাত্র। পরিস্থিতি ক্রমশই জটিল হতে থাকে।
ছেলের মৃত্যুর পরেই নবীনের বাবা জানান, ছেলের ভালো মার্কস থাকা সত্ত্বেও মাত্রাতিরিক্ত কোর্স ফি’এর জন্য ছেলেকে দেশের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে পারেননি তিনি। সেইসঙ্গে বাধা হয়ে দাঁড়িয়েছিল সামাজিক বৈষম্য।
এদিকে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর দেশ ছেড়ে ইউক্রেনে পড়তে ছাত্রদের নিয়ে করা মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দেয়। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারতে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা যারা পাস করতে ব্যর্থ হয়, সেই সব ছাত্ররাই বিদেশে পড়তে যায়।
প্রসঙ্গত, কেন্দ্র সরকার ইতিমধ্যেই ইউক্রেনে আটক ১৮ হাজার ছাত্র-ছাত্রীকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছে। ইউক্রেনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের বেশিরভাগেরই বক্তব্য, দেশ থেকে রাশিয়ায় ডাক্তারি পড়ার খরচ অনেক কম। আর এই কারণেই পড়ুয়াদের দেশ ছেড়ে বাইরে যেতে হয়েছে। ডাক্তারি পড়ুয়াদের পরিবারের অভিযোগ, দেশে চিকিৎসার খরচ এতটাই বেশি, যা সামলাতে হিমশিম খেতে হয়। সেই তুলনায় ইউক্রেনের বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ কম।