অনলাইন ডেস্ক,১৫ মার্চ।। প্রাণঘাতী নয় ইউক্রেনে এমন সামরিক সরবরাহ পাঠাবে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বু সেউং-চ্যান মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন। খবর সিএনএন।
তিনি জানান, এর মধ্যে রয়েছে বুলেটপ্রুফ হেলমেট, তাঁবু, কম্বল, বিছানা, খাবারের কিট, প্রাথমিক চিকিৎসার কিট ও ওষুধ। যার মূল্য ৮ লাখ ডলারের মতো। তবে সরবরাহ ব্যবস্থা এখনো চূড়ান্ত করা হয়নি।
এর আগে গত ফেব্রুয়ারিতে সেনা মোতায়েন বা প্রাণঘাতী সরঞ্জাম দিয়ে ইউক্রেনকে সাহায্য করতে অস্বীকৃতি জানায় সিউল। গত সপ্তাহেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একই অবস্থান পুনর্ব্যক্ত করে।
এ দিকে কোরিয়ান এয়ার এপ্রিলের শেষ পর্যন্ত মস্কো ও ভ্লাদিভোস্টক থেকে সব যাত্রী ও কার্গো পরিষেবা স্থগিত করতে যাচ্ছে।
কোরিয়ান এয়ার বলছে ‘অপারেশনাল চ্যালেঞ্জ এবং নিরাপত্তা উদ্বেগের’ কারণে রুশ আকাশসীমা এড়িয়ে চলবে তারা।
সিউল থেকে ইউরোপের ফ্লাইটগুলো চীন, কাজাখস্তান ও তুরস্কের ওপর দিয়ে যাবে। এতে ফ্লাইটের সময় পৌনে তিন ঘণ্টা পর্যন্ত বাড়বে। অন্যদিকে উত্তর আমেরিকার পূর্বাঞ্চল থেকে সিউলের ফ্লাইটগুলো আলাস্কা ও প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যাত্রা করায় বাড়তি দুই ঘটনা বিমানে থাকতে হবে যাত্রীদের।