অনলাইন দেস্ক, ১৪ মার্চ।। একদিনে চার রুশ যুদ্ধবিমান, তিন হেলিকপ্টার এবং কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।
দৈনিক হালনাগাদ তথ্যে সোমবার ইউক্রেনের জেনারেল স্টাফ অব দ্য আর্মড ফোর্সেস এ দাবি করেছে। খবর বিবিসি’র।
ইউক্রেনে রুশ সেনা অবস্থান এবং অস্ত্র গুদামেও ‘বিধ্বংসী হামলা’ চালানো হয়েছে বলেও দাবি করেছে তারা।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী নতুন করে অগ্রসর হতে পারেনি এবং তারা আগে দখল নেওয়া ফ্রন্টিয়ারগুলোতে অবস্থান শক্তিশালী করছে।
এদিকে কিয়েভের নিকটবর্তী শহর ইরপিনের পূর্বাঞ্চলে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াই চলছে বলে জানিয়েছে আলজাজিরা।
ধারণা করা হচ্ছে, রুশ বাহিনী একাধিক দিক থেকে অগ্রসর হচ্ছে। সর্বত্র গুলির শব্দ শোনা যাচ্ছে। ড্রোন উড়তেও দেখা গেছে।
আগের দিন পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১৮০ জন বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া।
ওই ঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সেনা কর্মকর্তারা ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিয়ে আসছিলেন।
তবে রবিবারের ওই হামলায় ৩৫ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হওয়ার তথ্য দিয়েছে ইউক্রেন।