স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ মার্চ।।স্বনির্ভরতার ভাবনায় সোসাইটি পরিচালিত লক্ষ্মীবিলের ৩০ জন মহিলা ভেষজ উপায়ে সম্পূর্ণ রাসায়নিকমুক্ত আবির তৈরি করছেন। রঙের উৎসব হোলিকে সামনে রেখে, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন মহিলা এই ভেষজ আবির তৈরি করছেন।
গতকাল মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে লক্ষ্মীবিলের ৩০ জন মহিলা লক্ষ্মী ভেষজ আবির মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে তুলে দেন। তাদের এই উদ্যোগের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, জৈব পদ্ধতিতে তৈরি এই আবিরের মানব স্বাস্থ্যের উপর কোনও ক্ষতিকারক প্রভাব নেই। কারণ সম্পূর্ণ রাসায়নিকমুক্ত পদ্ধতিতে পার্শ্বপ্রতিক্রিয়াহীন এই আবিরগুলি তৈরি করা হয়েছে।
পরিবেশ বান্ধব এই আবির বড় মাত্রায় বাণিজ্যিকভাবে তৈরি করার জন্য তিনি মহিলাদের অনুপ্রাণিত করেন। তার পাশাপাশি আগামীদিনে এই ধরনের আবির তৈরিতে মহিলাদের আরও বেশি করে এগিয়ে আসার কথা বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে গৃহীত গুচ্ছ ইতিবাচক পদক্ষেপের সুফলস্বরূপ, আর্থিক সহায়তা, ন্যায্যমূল্যের দোকানে বিপণন, সহজ শর্তে ঋণের সুযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সরলীকরণের ফলে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে আরও উজ্জীবিত করছে।
উল্লেখ্য, স্থানীয়ভাবে উপলব্ধ ভেষজ উপকরণ, গাজর, গাঁদা ফুল, নীলকণ্ঠ, পলাশ, বীট, পালং পাতা, শিম পাতা, বাঁধাকপি, হলুদ সহ নানা ফুল, ফল, সব্জি ও অবশিষ্ট অংশ দ্বারা লক্ষ্মীবিলে প্রাথমিকভাবে সোসাইটির মাধ্যমে এই আবির তৈরি হচ্ছে।