অনলাইন দেস্ক, ১৪ মার্চ।। সিরি’আর চলতি মৌসুমের শিরোপা দৌড়ে পিছিয়ে পড়ল ইন্টার মিলান। তোরিনোকে হারাতে পারলে শীর্ষে থাকা এসি মিলানের সঙ্গে পয়েন্ট ব্যবধান এক-এ নামিয়ে আনতে পারত নেরাজ্জুরিরা।
কিন্তু উল্টো হার এড়ানোর স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। অ্যালেক্সিস সানচেজের শেষ মুহূর্তের গোলে তোরিনোর বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে ইন্টার।
ঘরের মাঠে সিলভা নাশিমেন্তোর গোলে ১২তম মিনিটে এগিয়ে যায় তোরিনো। গত আসরের চ্যাম্পিয়নরা সেই গোল শোধ করে অতিরিক্ত সময়ে। মুহূর্মুহু আক্রমণে যোগ করা তৃতীয় মিনিটে এডিন জেকোর ক্রসে জাল খুঁজে নেন বদলি হিসেবে মাঠে নামা সানচেজ।
তোরিনোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় তালিকার তিনে নেমে গেছে ইন্টার। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৫৯। শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বী মিলানের চেয়ে সিমিওনে ইনজাঘির দল পিছিয়ে পড়ল ৪ পয়েন্ট। অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে স্তেফানো পিওলির দল।
লিগের আরেক ম্যাচে হালাস ভেরোনাকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে দুইয়ে উঠে এসেছে নাপোলি। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। ৩৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে তোরিনো।