অনলাইন দেস্ক, ১৪ মার্চ।। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের দুঃস্বপ্ন ভুলে লিগ ওয়ানে বড় জয় পেয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ফরাসি জায়ান্টরা ৩-০ গোলে হারিয়েছে তলানির দল বোর্দোকে।
কিন্তু পুরো ম্যাচে দুয়ো শুনতে হয়েছে প্যারিসের দুই বড় তারকা লিওনেল মেসি ও নেইমারকে। এই তারকার পায়ে বল গেলে শিষ বাজানোর পাশাপাশি দুয়ো দিয়েছে পিএসজি সমর্থকেরা। কিন্তু বিষয়টিতে কষ্ট পেয়েছেন পার্ক দে প্রিন্সেসের কোচ মাউরিসিও পচেত্তিনো। ম্যাচ শেষে বিষয়টিতে প্রতিক্রিয়াও দেখিয়েছেন তিনি।
এক গোলে এগিয়ে থেকে গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগ খেলতে মাদ্রিদ সফরে গিয়েছিল পিএসজি। কিন্তু করিম বেনজেমার হ্যাটট্রিকে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলের জয়ে পচেত্তিনোর শিষ্যদের আসর থেকে বিদায় করে দেয় লস ব্লাঙ্কোসরা।
সেই হারের ক্ষত নিয়ে বোর্দোর বিপক্ষে মাঠে নামেন মেসি-নেইমারা। দলকে জয় এনে দিলেও সমর্থকদের খুশি করতে পারেননি তারা। দুজনকে দুয়ো ও শিষ দিয়েছে সমর্থকরা। তবে দর্শকদের হাতে বিশ্বের এই দুই সেরা খেলোয়াড়ের অপমানিত হওয়াকে ভালো চোখে নেননি পচেত্তিনো।
ম্যাচ শেষে পিএসজি কোচ জানান, ‘না, এটা আমার জন্য অন্যায়। কেবল নেইমার ও মেসি নয়, আমাদের সকলের সমর্থকদের ক্ষোভ প্রাপ্য। তারা উভয়ে বিশ্বমানের খেলোয়াড়। সুতরাং, অবশ্যই তাদের সম্মান দেখানো উচিত। হার বা জিতলেও, আমরা এক দল। আমরা আমাদের সমর্থকদের হতাশাটা বুঝতে পারি।’