অনলাইন দেস্ক, ১৪ মার্চ।।রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচের ওপর যুক্তরাজ্য সরকারের নিষেধাজ্ঞার পর প্রথম ম্যাচ খেলতে নেমেই জয় তুলে নিয়েছে চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের নাটকীয় জয় পেয়েছে দলটি। শেষ মুহূর্তে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন কাই হাভেরটজ।
২৮ ম্যাচে ১৭ জয়ে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে চেলসি। তাদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ৩১ পয়েন্ট নিয়ে নিউক্যাসলের অবস্থান ১৪তম।