অনলাইন দেস্ক, ১৪ মার্চ।। এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সিনেমা নয়, ওয়েব সিরিজ নির্মাণের মধ্য দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে তার। সিরিজের নাম ‘দ্য কিটি পার্টি’। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কমেডি ও থ্রিলারের সমন্বয় ঘটানো হয়েছে এই সিরিজের কাহিনিতে। যেখানে হত্যারহস্য উন্মোচনে একজন নারীর ভূমিকা তুলে ধরা হচ্ছে। সিরিজটি প্রযোজনা করছে গ্লোবাল স্টুডিও ইন্টারন্যাশনাল আর্ট মেশিন।
প্রতিষ্ঠানটি এই প্রথম ভারতে তাদের কার্যক্রম শুরু করেছে। শুরুতেই ভারতের বেশ কয়েকজন নির্মাতাকে নিয়ে একাধিক সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে। যেখানে নামি নির্মাতাদের পাশাপাশি পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে প্রীতি জিনতার।
এই অভিনেত্রীকে অনেক দিন ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। অভিনয়েও সেভাবে দেখা যায়নি। এবার বিরতি ভেঙে অভিনয়ে ফেরার আভাস দিয়েছেন প্রীতি। একই সঙ্গে পরিচালক হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।