বাংলাদেশি যুবককে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পিটিয়ে হত্যা

অনলাইন দেস্ক, ১৪ মার্চ।। সোমবার সকালে সীমান্তের ভাঙ্গারঘাট কোয়ারি জিরো পয়েন্ট এলাকায় তাকে আহত অবস্থায় ফেলে রেখে যায় কয়েকজন ভারতীয় যুবক। পরে তার মৃত্যু হয়।

নিহত জনিক মিয়া (২১) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের জিলু মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, রবিবার রাতে জনিক মিয়া বড়ছড়া সীমান্তের ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। পরে সেখানকার স্থানীয় লোকজন চোর সন্দেহে তাতে আটক করে মারধর করে গুরুতর আহত করেন। আহত অবস্থায় তাকে সোমবার সকালে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে যায় ।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে তার স্বজনদের খবর দিলে লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই তার মৃত্যু হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, গতকাল রাতে ভারত সীমান্তে প্রবেশের সময় ওখানকার বাসিন্দারা বাংলাদেশিকে মারধর করেছে বলে খবর পেয়েছি। তবে কারও পক্ষ থেকে এখনো অভিযোগ পাইনি। তারপরও খোঁজ নিচ্ছি।ন গান্ধীর পদত্যাগ গ্রহণ করে সেক্ষেত্রে দলের নেতৃত্বে তাঁদের স্থানে কাদের কে দেওয়া হবে সে নিয়েও থাকছে রাজনৈতিক উৎকণ্ঠা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *