উপনির্বচনে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয় এবং শত্রুঘ্ন সিনহা।

অনলাইন ডেস্ক, ১৪ মার্চ।। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বচনে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয় এবং আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বচনে প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা। রবিবার ট্যুইট করে এই কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শূন্য হয় বালিগঞ্জ আসনটি। অন্যদিকে বিজেপির আসানসোলের বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার পর, সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এরফলে শূন্য হয় ওই আসনটি।

শনিবারই কমিশন জানায়, আগামী ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ভোট গণনা।

রবিবার ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও জনপ্রিয় গায়ক বাবুল সুপ্রিয় বালিগঞ্জ বিধানসভা উপ-নির্বাচনে আমাদের প্রার্থী হচ্ছেন। জয় মা মাটি মানুষ।’ আগামী ১২ এপ্রিল একটি লোকসভা কেন্দ্র এবং চার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর মধ্যে রয়েছে এ রাজ্যের একটি বিধানসভা কেন্দ্র ও লোকসভা কেন্দ্র।

বালিগঞ্জ আসনে জয়ী হন সুব্রত মুখোপাধ্যায়, তিনি ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। ২০২১ এর ৪ঠা নভেম্বর প্রয়াত হন সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত বাবুর প্রয়াণে শুন্য হয় বালিগঞ্জ আসনটি ।

অন্যদিকে আসানসোলের সাংসদ তথা বিজেপির হেভিওয়েট নেতা বাবুল সুপ্রিয় যোগ দেন তৃণমূলে। ইস্তফা দেন সাংসদ পদ থেকে। ফলত শূন্য হয় এই আসনটি ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *