অনলাইন দেস্ক, ১৪ মার্চ।। বিহারের ভোটের ফলাফলের পরে খান স্যারকে যারা চিনতেন না, তারাও চিনে গিয়েছেন। তাঁর পড়ানোর স্টাইল অন্যান্য শিক্ষকদের থেকে কিছুটা আলাদা। তিনি শুধুমাত্র শিশুদের পড়ান না, বৃদ্ধ মানুষদেরও পড়িয়ে থাকেন। অর্থাৎ যে সব মানুষ গুলো শিক্ষার আলো দেখেননি, তাদেরকে তিনি শিক্ষিত করার চেষ্টা করেন।
তাঁর মানবিকতার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের তারকারাও তাঁকে চেনেন। এবার বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন তার নিজস্ব অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে লিখেছেন ‘ গুরু ‘। ইতিমধ্যে ভিডিওটি প্রচুর সংখ্যক মানুষ দেখেছে।
দেশের অন্যতম বিখ্যাত শিক্ষক হিসেবে তাঁকে ধরা হয়। তিনি ছাত্রদের দেশের বিভিন্ন বিষয়ে অন্যরকমভাবে শেখান। সেখানে তিনি পাহাড় পর্বত সম্বন্ধে খুব ইউনিক স্টাইলে ছাত্রদের পড়িয়ে থাকেন। তিনি জাতীয় সংগীতের গান গেয়ে ভৌগলিক দিক নির্দেশনা আলোচনা করে থাকেন। এমনকি জাতীয় সংগীতের গানের সাথে ভারতের মানচিত্র প্রদর্শন করে থাকেন তিনি।
এই ভিডিও শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী রাভিনা। ভিডিওটি ব্যাপকহারে ভাইরাল হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন। প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট পড়েছে। খান স্যারের নিজস্ব ইউটিউবে চ্যানেল রয়েছে। তা ছাড়াও পাটনায় তাঁর নিজস্ব কোচিং রয়েছে। তাঁর ইউনিক স্টাইলের কারণে ছাত্রছাত্রীরা তাঁর কাছে পড়তে যথেষ্ট আগ্রহ প্রকাশ করে। তাঁর ইউটিউবের চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউবের ভিডিওগুলোতে প্রচুর লাইক এবং কমেন্ট পড়ে। প্রচুর শেয়ার হয়ে থাকে।
#guru pic.twitter.com/NYFOqSA0rs
— Raveena Tandon (@TandonRaveena) March 4, 2022