জেলেনস্কির রুশ মায়েদের কাছে আবেদন, তাদের সন্তানদের যুদ্ধক্ষেত্রে যেন না পাঠান

অনলাইন ডেস্ক, ১২ মার্চ।। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি শুক্রবার এক ভিডিও বার্তায় রুশ মায়েদের কাছে আবেদন জানান, তাদের সন্তানদের যুদ্ধক্ষেত্রে  যেন না পাঠান। খবর সিএনএন।

আবেগপ্রবণ আবেদনে ওই জেলেনস্কি বলেন, ‘আমি আবারও রাশিয়ান মায়েদের, বিশেষ করে বাধ্যতামূলক সেনাদলে নিয়োজিতদের মায়েদের উদ্দেশ্যে বলতে চাই। আপনার সন্তানকে ভিনদেশে যুদ্ধে পাঠাবেন না।

এ সময় রুশ সরকারের কোনো ধরনের প্রতিশ্রুতি বিশ্বাস না করার আহ্বানও জানান তিনি। জেলেনস্কি বলেন, মহড়ার জন্য বা নন-কমব্যাট পরিস্থিতিতে পাঠানোর কথা বললেও বিশ্বাস করবেন না। এমনকি ইউক্রেনে যুদ্ধের জন্য পাঠানো হচ্ছে এমন কোন সন্দেহ আসলে ‘অবিলম্বে ব্যবস্থা’ নেওয়ার আহ্বান জানান।

বুধবার প্রথমবারের মতো ইউক্রেনে বাধ্যতামূলক সেনাদের অংশগ্রহণের কথা স্বীকার করে রাশিয়া, যাদের অনেকেই যুদ্ধের জন্য প্রশিক্ষিত নয় এবং বেশ কয়েকজনকে বন্দী করার কথাও জানায়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে তিন দিক থেকে হামলা শুরুর পর রাশিয়ার সৈন্যরা এখন আস্তে আস্তে রাজধানী কিয়েভ ঘিরে ফেলছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, কিয়েভের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে আবার অগ্রসর হতে শুরু করেছে রুশ বাহিনী।

এর আগে কিয়েভ অভিমুখে যে লম্বা রুশ গাড়িবহর স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছিল, সেটি আবার কিয়েভ শহরের প্রান্তে সংঘবদ্ধ হতে শুরু করেছে বলে এখন দেখা যাচ্ছে।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *