অনলাইন ডেস্ক, ১২ মার্চ।।টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির দেখা পেয়েছেন উসমান খাজা। ৩৫তম টেস্ট ফিফটি পেয়েছেন স্টিভেন স্মিথ।
এই দুজনের ব্যাটে ভর করে করাচি টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে চলে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২০৭ রান করেছে অজিরা।
ব্যাটিংয়ে আছেন ওপেনার খাজা (১০৪) ও স্মিথ (৫৩)।
স্পিনার সাজিদ খানের করতে আসা ইনিংসের ৬৪তম ওভারে তিন অঙ্কের ঘরে পা রাখেন খাজা। এর আগে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ৯৭ রানে ফিরতে হয়েছিল তাকে। তবে ব্যাক টু ব্যাক ফিফটি পেলেন স্মিথ।
এর আগে প্রথম ইনিংস শুরু করে দুর্দান্ত শুরু পায় অস্ট্রেলিয়া। দলীয় ৮২ রানে বিদায় নেন ওপেনার ডেভিড ওয়ার্নার (৩৬)। এরপর স্কোরবোর্ডে আর ৯ রান যোগ হতেই রানআউট হয়ে সাজঘরে ফেরেন মার্নাস লাবুশানে।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।