জ্যাক ক্রলির দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি ও জো রুটের ফিফটিতে অ্যান্টিগা টেস্টে চালকের আসনে থেকে চতুর্থদিন শেষ করেছে ইংল্যান্ড। ১৫৩ রানের লিড নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করবে সফরকারীরা।
১১৭ রানে অপরাজিত আছেন ক্রলি। সেঞ্চুরির জন্য রুটের দরকার আর ১৬ রান।
দ্বিতীয় ইনিংসের শুরুতে অ্যালেক্স লিসকে (৬) হারায় ইংল্যান্ড। এই ইংলিশ ওপেনারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার রোচ।
এরপর দিনের বাকি সময় ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নির্বিষ বানিয়ে ফেলেন ক্রলি-রুট। বৃষ্টির কারণে আগেভাগে প্যাভিলিয়নে ফেরার আগে দুজনে ১৯৩ রানের জুটি গড়ে স্বাচ্ছন্দ্যে দিন পার করে দেন। সেই সঙ্গে দেশের বাইরে জয়ের সুযোগও দেখছে সফরকারীরা।
৯ উইকেটে ৩৭৩ রান নিয়ে সিরিজের প্রথম টেস্টের চতুর্থদিন শুরু করেছিল উইন্ডিজ। তার সঙ্গে আর মাত্র ২ রান যোগ হতেই থামে স্বাগতিকদের প্রথম ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংস শুরু করে পুরোদিনে ১ উইকেট হারিয়ে ২১৭ রানে দিন পার করে ইংল্যান্ড। সফরকারীরা প্রথম ইনিংসে করেছিল ৩১১ রান।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ৩১১ ও ২১৭/১: ক্রলি ১১৭*, রুট ৮৪*
ওয়েস্ট ইন্ডিজ: ৩৭৫: বোনার ১২৩; স্টোকস ৪২/২, লিচ ৭৯/২
ইংল্যান্ডের ১৫৩ লিড।