অনলাইন ডেস্ক, ১২ মার্চ।। ফরাসি পত্রিকা এল’ইকুইপ জানিয়েছে, ব্যালন ডি’অর পুরস্কার দেওয়ার ক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এই পুরস্কারের আগামী সংস্করণ থেকে নতুন নিয়মগুলো কার্যকর হবে।
এখন থেকে বছর নয়, মৌসুমের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে। জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করার পর সেপ্টেম্বর বা অক্টোবরে জানানো হবে বিজয়ীর নাম।
এবার থেকে দলীয় অর্জনের চেয়েও অগ্রাধিকার দেওয়া হবে ব্যক্তিগত পারফরম্যান্সকে।
যে চারটি পরিবর্তন এসেছে, তা প্রভাব রাখবে বাংলাদেশের ফুটবলের ক্ষেত্রেও। ব্যালন ডি’অরের ভোট দেওয়ার ক্ষেত্রে এবার থেকে ভোট দেবে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ১০০ দেশ। গত বছর যা ছিল ১৭০ পর্যন্ত। সে ক্ষেত্রে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ১০০-এর বাইরে থাকায় ভোট দিতে পারবে না।
গত বছরের ব্যালন ডি’অর জেতেন পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। রেকর্ড সাতবার এই পুরস্কার জিতেছেন তিনি। পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।