অনলাইন ডেস্ক, ১২ মার্চ।। ইউক্রেনের গুরুত্বপূর্ণ তিন শহরের বাসিন্দারা শনিবার ভোর হতেই পরপর বিস্ফোরণে কেঁপে ওঠেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
ইউক্রেন জানিয়েছে, শনিবার ভোরে নিকোলাভ, দিনিপ্রো ও ক্রোপিভনিটস্কি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত একটি টেলিগ্রাম চ্যানেল থেকে জানা যায়, দিনিপ্রোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সক্রিয় করা হয়েছে।
তবে দিনিপ্রোতে কতগুলো বিস্ফোরণ ঘটেছে তা স্পষ্ট নয়। কর্তৃপক্ষ আরও জানায়, তারা আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনী থেকে বিষয়টি জানান জন্য অপেক্ষা করছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে তিন দিক থেকে হামলা শুরুর পর রাশিয়ার সৈন্যরা এখন আস্তে আস্তে রাজধানী কিয়েভ ঘিরে ফেলছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, কিয়েভের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে আবার অগ্রসর হতে শুরু করেছে রুশ বাহিনী।
এর আগে কিয়েভ অভিমুখে যে লম্বা রুশ গাড়িবহর স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছিল, সেটি আবার কিয়েভ শহরের প্রান্তে সংঘবদ্ধ হতে শুরু করেছে বলে এখন দেখা যাচ্ছে।