রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের দাপটে সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্যে আঁচ ফেলেছে

অনলাইন ডেস্ক, ১২ মার্চ।। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের দাপটে সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্যে আঁচ ফেলেছে এরই মধ্যে। আর ভারতীয় সিনে ইন্ডাস্ট্রি হারিয়েছে নামমাত্র মূল্যের শুটিং লোকেশন।

অনলাইনে প্রকাশ্যে আসা ইউক্রেনের বিধ্বস্ত চেহারা প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ইউক্রেনের এই ছবি দেখে যে পরিচালক তথা প্রযোজকদের মাথায় হাত পড়তে পারে, তা হয়তো অনেকেই ভাবেননি।

গত তিন দশক ধরে ভারতের চলচ্চিত্র ঝড়ের গতিতে পাল্টে ফেলেছে গল্পের উপস্থাপনা।

মুক্ত অর্থনীতিতে ভারত যখন থেকে নাম লিখিয়েছে, ঠিক তখন থেকেই বিনোদন জগতেও এসেছে জোয়ার, দিনে দিনে বেড়েছে আয়, বেড়েছে ব্যয়ের ঝুঁকিও। আর বর্তমানে বিদেশ সফরে গিয়ে শুটিং কোনো বিষয়ই নয়। তাতেই বাগড়া দিয়েছে যুদ্ধ।

বলা হচ্ছে, পর্দায় দেখানো হচ্ছে ফ্রান্স, শুটিং-এর চাহিদা প্যারিস, কিন্তু এই জায়গায় থেকে দীর্ঘদিন শুটিং চালিয়ে যাওয়া বেজায় খরচ সাপেক্ষ। আর ঠিক সেই কারণে প্রাইম কিছু লোকেশনে শুটিং করে নিয়ে বাকি শুট শিডিউল করা হয়ে থাকত ইউক্রেনে। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ, অথচ খরচ অন্যান্য জায়গার তুলনায় বেশ কম। ইউরোপের ভিউ-ও মিলত পারফেক্ট, আর এই একই সমীকরণে আরআরআর, টাইগার থ্রি, ২.০, ৯৯ সং, দেভ, উইনার, স্পেশাল ওপস প্রভৃতির শুট করা হয়েছে।

প্রযোজক, পরিচালকদের এই পছন্দের ডেস্টিনেশনই বর্তমানে পাল্টে গিয়েছে দুঃস্বপ্নের রাতে। যার ফলে ভারতীয় ছবির বিদেশ সফরে শুটিং ঠিকানা এবার এক ধাক্কায় কাটছাঁটে, নচেৎ ছবির ব্যয় বহন করা এক প্রকার দুঃসাধ্য বিষয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *