কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক

অনলাইন ডেস্ক, ১২ মার্চ।। দল পেয়েও আসন্ন আইপিএলে খেলা হচ্ছে না ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের। তার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

জৈব-সুরক্ষা বলয় অবসাদের কারণে এই আসর থেকে সরে দাঁড়িয়েছেন হেলস। ২০২১-২২ মৌসুমের বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন তিনি।

সবচেয়ে বেশি কভিড আক্রান্ত পাওয়া গেছে দলটিতে।

বিবিএলে ১৩ ম্যাচ খেলার পর তার পরবর্তী গন্তব্য ছিল পাকিস্তানের পিএসএল। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেন ৭ ম্যাচ। বায়ো বাবল অবসাদের জন্য বিরতি নিলেও ফের আসরের প্লে-অফে পুনরায় দলের যোগ সঙ্গে যোগ দেন তিনি। আর সেই অবসাদ থেকে আইপিএল নিলামে কেকেআর উচ্চমূল্যে কিনে নিলেও দ্বিতীয়বারের মতো এই আসর থেকে সরে দাঁড়ান হেলস।

অন্যদিকে গত ফেব্রুয়ারিতে হওয়া আইপিএলের মেগা নিলামে কেউ দলে নেয়নি ফিঞ্চকে। তার ভিত্তিমূল্য ছিল ১.৫ কোটি রুপি। তাকে সর্বশেষ আইপিএলে দেখা গেছে ২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। তবে সেই মৌসুম ভালো কাটেনি তার।

১২ ম্যাচে ২২.৩৩ গড় ১১১.২০ স্ট্রাইক রেটে করেন ২৫৮ রান।

গত বছর ফিঞ্চের নেতৃত্বে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ৭ ম্যাচে ১৯.২৮ গড় ও ১১৬.৩৭ স্ট্রাইক রেটে করেন ১৩৫ রান। মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিবিএলের সর্বশেষ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হন ফিঞ্চ। ১০ ইনিংসে ৩৮.৬০ গড় ও ১৩০.৪০ স্ট্রাইক রেট ও ৪ সেঞ্চুরিতে করেন ৩৮৬ রান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *