অনলাইন ডেস্ক, ১২ মার্চ।।দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পরবর্তী দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। চোট কাটিয়ে দলে ফিরেছেন নেইমার।
কোচ তিতের স্কোয়াডে জায়গা পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ফিলিপে কুতিনহো, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও দানি আলভেস। বাদ পড়েছেন আলেক্স সান্দ্রো ও গাব্রিয়েল জেসুস।
প্রথমবারের মত ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেলি। দলে ফিরেছেন লিডস ইউনাইটেড তারকা রাফিনহা।
আগামী ২৪ মার্চ ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। তিতের দল পরের ম্যাচ খেলবে ২৯ মার্চ, বলিভিয়ার বিপক্ষে লা পাজে।
কনমেবল থেকে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। যার ফলে এই দুটি ম্যাচ সেলেওসাওদের জন্য নিয়মরক্ষার।
ব্রাজিল স্কোয়াড: অ্যালিসন, এডেরসন, ওয়েভেরটন, দানিলো, দানি আলভেস, অ্যালেক্স তেলেস, গুইলহার্মে আরানা, থিয়াগো সিলভা, মারকুইনহোস, এডের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহায়েস, আর্তুর, কাসেমিরো, ফ্রেড, ফাবিনহো, ব্রুনো গুইমারেস, ফিলিপে কুতিনহো, লুকাস পাকুয়েতা, অ্যান্থনি, রাফিনহা, রিচার্লিসন, নেইমার, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র ও নেইমার।