স্টাফ রিপোর্টার, অমরপুর, ১১ মার্চ।। চেলাগাঙ্গের পশ্চিম মালুম কোয়া এলাকায় একটি বাড়িতে সঙ্ঘবদ্ধ হামলা চালানো হয় এবং বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলায় পরিবারের দুজন সদস্য গুরুতর ভাবে আহত হয়েছেন। অগ্নি সংযোগের ফলে বাড়ির তিনটি ঘর পুড়ে ছারখার হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ ব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে।তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে চেলাগাং পশ্চিম মালুমকোয়া এলাকার বর্মন বাড়িতে একদল দুর্বৃত্ত সঙ্ঘবদ্ধ হামলা চালায়। হামলায় পরিবারের দুজন সদস্য মঙ্গল বর্মন এবং রাজিব বর্মণ গুরুতরভাবে আহত হন। তাতেই ক্ষান্ত থাকেনি দুর্বৃত্তরা।
বাড়িতে অগ্নিসংযোগ করে। তাতে বারের তিনটি ঘর পুড়ে ছারখার হয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। কি কারনে এই ঘটনা সংঘটিত হয়েছে সে ব্যাপারে কেউ মুখ খুলতে চাইছেন না। তবে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই হামলার ঘটনা সংঘটিত হয়েছে।