অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। নতুন প্রজন্মের তারকা হয়েও খুব অল্প সময়ে কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন বর্তমান প্রজন্মের বলিউড তারকা কার্তিক আরিয়ান। বিশেষ করে নারী ভক্তদের কাছে কার্তিকের আবেদন উল্লেখ করার মতো। যারই প্রেক্ষিতে এবার এক নারী ভক্তের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন এই তারকা। শুধু তাই নয়, বিয়ের বিনিময়ে সেই নারী ভক্ত কার্তিককে ২০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।
সম্প্রতি নিজের ‘ধামাকা’ ছবির একটি ডায়ালগ কার্তিক তার ভক্তদের অভিনয় করে দেখানোর ভিডিও পোস্ট করেছিলেন। সেখানেই একজন ছোট মেয়ের সঙ্গে ডায়ালগ বলার সেই চ্যালেঞ্জের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেতা। আর সেই ভিডিওটির কমেন্টেই এক নারী ভক্তের প্রস্তাব কেড়ে নিয়েছে সকলের নজর।
সেখানে ওই নারী ভক্ত লিখেছেন, ‘আচ্ছা আমাকে বিয়ে করে নাও, ২০ কোটি টাকা দেব।’ আর সেই প্রশ্নেই অভিনেতার অন্যান্য ভক্তরা মজা পেয়েছেন। পাশাপাশি কার্তিকও যে মজা পেয়েছেন, সেটা বোঝা গিয়েছে তার উত্তরে। তিনি মন্তব্যের জবাবে হাসির ইমোজিসহ লিখেছেন, ‘কবে’?’ যদিও তার উত্তর এখনো দেননি কার্তিককে সেই নারী ভক্ত।
কাজের দিক থেকে কার্তিককে সর্বশেষ দেখা গিয়ে ছিল ‘ধামাকা’ ছবিতে। যেখানে তার সঙ্গে অভিনয় করেছিলেন ম্রুণাল ঠাকুর। এরপর তাকে দেখা যাবে ‘শেহজাদা’ ছবিতে। এছাড়াও তার হাতে রয়েছে ‘ফ্রেডি’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ সহ আরও বেশ কিছু সিনেমা।