স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ মার্চ।। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে দুটি উৎসব স্পেশাল ট্রেন এবং একটি ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া ও আনন্দ বিহার যোগবাণী-আনন্দ বিহারের মধ্যে চলাচল করবে হোলি স্পেশাল ট্রেন।
এছাড়াও, যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে রানি কমলাপতি-আগরতলা-রানি কমলাপতি স্পেশাল ট্রেনটির পরিষেবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। হোলি স্পেশাল ট্রেন : ০২৩০৭ ওড়া-নিউ জলপাইগুড়ি ট্রেনটি হাওড়া থেকে বুধবার ১৬ মার্চ, ২০২২ তারিখের ২৩.৫৫ ঘণ্টায় রওনা দিবে এবং পরের দিন ১০.১০ ঘণ্টায় নিউ জলপাইগুড়ি পৌঁছাবে।
ফেরৎ যাত্রার সময় ট্রেন নং ০২৩০৮ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বৃহস্পিতবার ১৭ মার্চ, ২০২২ তারিখের ১২.৫০ ঘণ্টায় রওনা দিবে এবং হাওড়ায় পৌঁছাবে ২৩.০৫ ঘণ্টায়৷ ০৪০৬৪ নং হোলি স্পেশাল ট্রেনটি আনন্দ বিহার থেকে ১২ ও ১৯ মার্চ, ২০২২ তারিখে (শনিবার) ১৫.৩০ ঘণ্টায় রওনা দিবে এবং ২২.৩০ ঘণ্টায় যোগবাণী পৌঁছাবে। ফেরৎ যাত্রার সময়, ০৪০৬৩ নং ট্রেনটি যোগবাণী থেকে ১৪ ও ২১ মার্চ, ২০২২ তারিখে (সোমবার) ০১.২০ ঘণ্টায় রওনা দিবে এবং আনন্দ বিহারে পৌঁছাবে ১১.১০ ঘণ্টায়। এইগুলি হোলি স্পেশাল ট্রেনে ২টি এসি-৩ টায়ার, ১০টি শয়ন শ্রেণি ও ৬টি সাধারণ শ্রেণির কামরার সাথে ২টি লাগেজ কাম ব্রেক ভ্যান থাকবে।
একইসাথে, অতিরিক্ত ভিড় কম করতে আরও একটি উৎসব স্পেশাল ট্রেন রানি কমলাপভি-আগরতলা-রানি কমলাপভির পরিষেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভ্রমণকারী যাত্রীদের সুবিধার্থে ০১৬৬৫ নং ট্রেনটির চলাচল ৩০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ০১৬৬৬ নং ট্রেনটির চলাচল ও জুলাই, ২০২২ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরিসিটিসি ওয়েবসাইটে আছে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হয়েছে। ভ্রমণ করার পূর্বে যাত্রীদের এই বিবরণগুলি দেখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।