স্টাফ রিপোর্টার, অমরপুর, ১১ মার্চ।। শুক্রবার অমরপুর ছবিমুড়া সড়কের গোবিন্দ টিলা এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীরা জানিয়েছেন এলাকার রাস্তা সংস্কার করার ফলে প্রতিনিয়ত ধুলো উড়ছে।
রাস্তার পার্শ্ববর্তী এলাকার বাড়ি করে থাকা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে। ধুলাবালিতে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদারের কাছে তারা দাবি জানিয়েছিলেন দুবেলা রাস্তায় জল দেওয়ার জন্য।
গত কিছুদিন আগেও তারা একই দাবিতে গোবিন্দ টিনা এলাকায় পথ অবরোধ করেছিলেন। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এবং প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ স্থলে গিয়ে দুবেলা রাস্তায় জল দেওয়ার ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী কয়েকদিন রাস্তায় জল দেওয়া হয়।
কিন্তু গত কয়েকদিন ধরে আর রাস্তায় জল দেওয়া হচ্ছে না। ফলে ধুলাবালিতে এলাকার বাড়ি করে থাকা যাচ্ছে না। যে সব যানবাহন চলাচল করছে সেই সব যানবাহনের যাত্রীরা ধুলোময় হয়ে যাচ্ছেন। রাস্তায় দুবেলা জল দেওয়ার দাবিতে মূলত গোবিন্দ টিলা এলাকায় স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকাল থেকে পথ অবরোধ আন্দোলনে সামিল হন।
অবরোধের ফলে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রীদুর্ভোগ চরমে আকার ধারণ করে।অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে যান। তারা আবারও প্রতিশ্রুতি দেন দুই বেলা নিয়মিত রাস্তায় জল দেওয়া হবে যাতে এলাকায় ধুলাবালি পড়তে না পারে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতে আপাতত অবরোধকারীরা তাদের পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন।