অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের মরদেহ।
শুক্রবার থাইল্যান্ডে কোহ সামুই দ্বীপের একটি ভিলাতে ছুটিতে কাটাতে গিয়ে আকস্মিক মৃত্যু ঘটে ৫২ বছর বয়সী ওয়ার্নের। মৃত্যুর ছয় দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় জন্ম শহর মেলবোর্নে পৌঁছে তার মরদেহ।
এর আগে বৃহস্পতিবার সকালে ওয়ার্নকে বহনকারী বিমান ব্যাংকক বিমানবন্দর ছেড়েছিল।
থাই বিমানবন্দর কর্মকর্তারা জানান, অস্ট্রেলিয়ার পতাকায় মোড়ানো একটি কফিন মর্গ থেকে গাড়িতে করে বিমানবন্দরে পাঠানো হয়। এরপর একটি ব্যক্তিগত বিমানে করে ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়।
আট ঘণ্টার যাত্রা শেষে মেলবোর্নে অবতরণ করে ওয়ার্নের মরদেহ বহনকারী চার্টার বিমান। আগামী ৩০ মার্চ সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হবে ওয়ার্নের শেষকৃত্য।