মায়াবতী ও আসাদউদ্দিন ওয়াইসিকে ‘পদ্মবিভূষণ’ ও ‘ভারতরত্ন’ দেওয়ার আহ্বান জানিয়েছে শিবসেনা

অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপির ‘জয়ে ভূমিকা রাখায়’ মায়াবতী ও আসাদউদ্দিন ওয়াইসিকে ‘পদ্মবিভূষণ’ ও ‘ভারতরত্ন’ দেওয়ার আহ্বান জানিয়েছে শিবসেনা।

শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত দৃশ্যত মায়াবতী ও ওয়াইসিকে খোঁচা দিয়েই এমন আহ্বান জানিয়েছেন।

তার অভিযোগ, সংখ্যালঘু এবং দলিত ভোট কেটে যোগী আদিত্যনাথকে লখনউয়ের কুর্সি ফিরে পেতে সাহায্য করেছে ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)।

সঞ্জয় শুক্রবার বলেন, ‘বিরাট জয় পেয়েছে বিজেপি। যদিও উত্তরপ্রদেশে তারাই ক্ষমতায় ছিল, এখনো রয়েছে। অখিলেশ যাদবের আসনও তিন গুণ বেড়েছে। ৪২ থেকে বেড়ে ১২৫ ছুঁয়েছে।’

তিনি বলেন, ‘মায়াবতী এবং ওয়াইসি এবার বিজেপির জয়ে অবদান রেখেছেন। তাই তাদের অবশ্যই পদ্মবিভূষণ, ভারতরত্ন দেওয়া উচিত।’

উত্তরপ্রদেশে এবার এককভাবে ৪১ শতাংশের বেশি ভোট পেয়েছে বিজেপি। অখিলেশের সমাজবাদী পার্টি (এসপি) পেয়েছে ৩২ শতাংশের সামান্য বেশি। ২০১৭ সালের তুলনায় এবার বিজেপির প্রায় ৩ শতাংশ আর এসপির প্রায় ১১ শতাংশ ভোট বেড়েছে।

অন্যদিকে বিএসপি ২০১৭ সালে ২২ শতাংশের বেশি ভোট পেলেও এবার তা ১২ শতাংশের কাছে নেমে এসেছে। মিম পেয়েছে ১ শতাংশেরও কম ভোট। মায়াবতীর দল একটি আসনে জিতলেও ওয়াইসির প্রাপ্তি শূন্য।

সঞ্জয়ের অভিযোগ, বিধানসভা ভোটে ওই দুই নেতার দল বিজেপির বি-টিমের কাজ করেছে। বিজেপি-বিরোধী ভোট ভাগ করেছে।

বৃহস্পতিবার ভোট গণনার ফল প্রকাশের পরেই ওয়াইসি বলেছেন, ‘উত্তরপ্রদেশের জনতার রায় মেনে আমরা জয়ী পক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি।’

অন্যদিকে মায়াবতী বলেছেন, ভোটের ফলে হতাশ না হয়ে নতুন করে লড়াইয়ের প্রস্তুতি শুরু করবে তার দল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *