অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে যে, তাদের যোদ্ধারা রাজধানী কিয়েভের বাইরে রাশিয়ার একটি ট্যাঙ্ক বহরের ওপর অতর্কিত হামলা চালিয়ে আরও একজন শীর্ষ রুশ কমান্ডারকে হত্যা করেছে।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পূর্ব উপকণ্ঠের ব্রোভারি শহরে রাশিয়ান ট্যাঙ্কের একটি বহরে হামলা চালানো হচ্ছে।
শহরের একটি আবাসিক এলাকায় বেশ কয়েকটি ট্যাঙ্কের ওপর প্রজেক্টাইল দিয়ে হামলা চালালে বিশাল বিস্ফোরণ দেখা যায়।
ইউক্রেন দাবি করেছে যে, ওই হামলায় রুশ সেনা কমান্ডার কর্নেল আন্দ্রেই জাখারভ নিহত হয়েছেন।
ইউক্রেনের সেনারা আরও দাবি করছে যে, তারা হামলা চালিয়ে রুশ ট্যাঙ্কগুলোকে পিছু হটতে বাধ্য করেছে।
ইউক্রেনের সেনাদের দাবি, এখন পর্যন্ত তারা অন্তত ৫ জন শীর্ষ রুশ কমান্ডারকে হত্যা করেছে।
ইউক্রেনে রুশ আগ্রাসন আজ ১৬তম দিনে গড়িয়েছে। গতকালকের ১২ ঘ্ন্টার যুদ্ধবিরতি শেষে ফের ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে রুশ সেনারা।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী মারিওপোলের কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টায় যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই রুশ সেনারা প্রতি ৩০ মিনিট পরপর শহরটিতে গোলা নিক্ষেপ ও ক্ষেপণাস্ত্র দিয়ে বোমা হামলা চালাচ্ছে।
এছাড়া রাজধানী কিয়েভের দিকেও এগিয়ে যাচ্ছে ৪০ মাইল লম্বা সেই রুশ সেনা বহর।