অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। ইউক্রেনের নতুন দুটি শহরে হামলা শুরু করেছে রাশিয়া। শহর দুটি দেশটির দুই প্রান্তে অবস্থিত। একটি শহর পশ্চিমাঞ্চলে, অপরটি পূর্বাঞ্চলে। ১৬ দিন আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম শহর দুটিতে হামলা শুরু করল রুশ সেনারা।
হামলা শুরুর পর ওই শহর দুটি থেকে দফায় দফায় বিস্ফোরণের খবর পওয়া যাচ্ছে। শুক্রবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনীয় টিভি ও সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি বলছে, ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় লুতস্ক এবং পূর্বাঞ্চলীয় দিনিপরো শহরে কিছুক্ষণ আগে হামলা শুরু করেছে রুশ বাহিনী। দিনাইপার নদীর তীরে অবস্থিত দিনিপরো শহরটি মধ্য-পূর্ব ইউক্রেনের একটি প্রধান দুর্গ হিসেবে পরিচিত।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হলেও শুক্রবারের আগপর্যন্ত শহর দুটিতে রুশ সেনাদের হামলা করতে দেখা যায়নি। এদিকে এই দুই শহরে রুশ হামলা ও বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বিমান হামলার সাইরেন বাজানো হয়।
লুতস্ক শহরের স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বিবিসি ইউক্রেন জানিয়েছে, শহরের একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ সেনারা। এছাড়া শহরের একটি কারখানায়ও হামলা চালানো হয়েছে বলে শোনা যাচ্ছে। ওই কারখানায় যুদ্ধবিমানের ইঞ্জিন মেরামত করা হয়।
রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের রাজধানী কিয়েভের আরও তিন মাইল বা পাঁচ কিলোমিটার কাছাকাছি এগিয়ে এসেছে।
রাজধানীর উত্তর-পশ্চিম দিক থেকে এগিয়ে আসা রাশিয়ান সেনারা এখন কিয়েভের কেন্দ্র থেকে মাত্র নয় মাইল বা ১৫ কিলোমিটার দূরে রয়েছে।
সেইসঙ্গে উত্তর-পূর্ব দিক থেকে এগিয়ে আসা রুশ বাহিনী শহর থেকে ২৫ মাইল বা ৪০ কিলোমিটার দূরে রয়েছে।
ইউক্রেনে রুশ আগ্রাসন আজ ১৬তম দিনে গড়িয়েছে। গতকালকের ১২ ঘ্ন্টার যুদ্ধবিরতি শেষে ফের ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে রুশ সেনারা।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী মারিওপোলের কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টায় যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই রুশ সেনারা প্রতি ৩০ মিনিট পরপর শহরটিতে গোলা নিক্ষেপ ও ক্ষেপণাস্ত্র দিয়ে বোমা হামলা চালাচ্ছে।