বর্তমান সরকারের সময়ে পরিকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গন্ডাতুইসা, ১১ মার্চ।। গন্ডাতুইসা মহকুমার সার্বিক বিকাশে বর্তমান সরকারের সময়ে পরিকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এজন্য প্রায় ৭৬০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। শিক্ষাক্ষেত্রের কল্যাণে ও সুযোগ সম্প্রসারণে বৌদ্ধ ভিক্ষুগণ সুদীর্ঘ সময়কাল যাবৎ নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। আজ গন্ডাতুইসা মহকুমার লক্ষ্মীপুরে বুধিচারিয়া বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তার পাশাপাশি মহিলাদের রোজগারের সুযোগ তৈরির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। বিগত সময়ে যেসব অঞ্চলগুলিতে উন্নয়ন সফলভাবে বাস্তবায়িত হয়নি সেই জায়গাগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে রাজ্য সরকার। যার ফলশ্রুতিতে এক সময়ে প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের অপবাদ মুক্ত হয়ে গভাতুইসায় এখন বহুমুখী উন্নয়ন ধারা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। উন্নত সড়ক, আধুনিক শিক্ষার সুযোগ, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী সংযোগ ও পরিশ্রুত পানীয়জলের সুফল সহ সমস্ত ক্ষেত্রেই উন্নয়নে এসেছে গতি৷ উন্নয়নের অসম বন্টনের ফলশ্রুতিতে বিকাশের অসাম্যতা লাঘবের লক্ষ্যে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, গন্ডাতুইসাকে ত্রিপুরার একটি অন্যতম শ্রেষ্ঠ অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার। ডুম্বুর জলাশয়কে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের জীবনজীবিকার পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক স্বয়ম্ভরতার এক বিশাল সম্ভাবনা রয়েছে। এই পর্যটন কেন্দ্রের অত্যাধুনিকীকরণ ও আধুনিকমানের পরিষেবার সংযোজন দ্বারা রোজগার তৈরি করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গৃহীত হয়েছে। এক সময়ে এই অঞ্চলে কাজে যোগ দিতে সরকারি কর্মচারীরা শাস্তিমূলক হিসেবে বিবেচনা করতেন৷ কিন্তু বর্তমান সরকারের বহুমুখী উন্নয়ন কর্মযজ্ঞের ফলশ্রুতিতে তারাই এখানে কাজে যোগ দিতে আগ্রহী হচ্ছেন। যার অন্যতম কারণ সরকারি কর্মচারীদের থাকার উপযোগী আবাসন নির্মাণ সহ অন্যান্য সুযোগ সুবিধার সুনিশ্চিতকরণ।

মুখ্যমন্ত্রী বলেন, ডুম্বুরকে কেন্দ্র করে গন্ডাতুইসা মহকুমার অন্তর্গত বেশ কয়েকটি সড়কের নির্মাণকাজ চলছে। বিগত দিনে উন্নয়নে আন্তরিকতার ঘাটতির ফলে এই অঞ্চলগুলিতে বিকাশ সফলভাবে প্রতিফলিত হয়নি।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সাংসদ রেবর্তী ত্রিপুরা, বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, বুধিচারিয়ার প্রতিষ্ঠাতা তথা শিশু করুণা সংঘের সভাপতি ভদন্ত বিমল ভিক্ষু, এমডিসি ভূমিকানন্দ রিয়াৎ, ধলাই জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *