স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১১ মার্চ।।আজ এডিসির অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষ হবার পর পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা সভায় দ্য টিটিএএডিসি পুলিশ সার্ভিস রুলস-২০২১ এবং টিটিএডিসি ভিলেজ কমিটি (কন্ডাক্ট অফ ইলেকশন) ফোর্থ এমেন্ডমেন্ট) রুলস-২০২২ উপর বিস্তারিত আলোচনার জন্য পেশ করেন।
নিয়মবিধি গঠনের জন্য আজ শাসকদলের পক্ষে ডেপুটি সি ই এম অনিমেষ দেববর্মা, পূর্ত দপ্তরের নির্বাহী সদস্য চিওরঞ্জন দেববর্মা এবং স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই আলোচনা করেন।
বিরোধীদলের পক্ষে বিমল চাকমা বেশ কিছু সংশোধনীর কথা উত্থাপন করেছেন। সদস্য বিদ্যুৎ দেববর্মা আলোচনায় অংশ নিয়ে বলেন রুলস গঠন করার আগে বিভিন্ন বিষয়গুলো ভালো করে পর্যালোচনা করার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় অংশ নিয়ে সকল সদস্যই বলেন ১৯৯৪ সালে বিলটি এডিসি রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠিয়েছিল। রাজ্যপাল ১৯৯৭ সালে বিলের উপর অনুমোদন দেন। সাথে রুলসটির উপর দশদিন আলোচনা করে নিয়ম বিধি তৈরী করার নির্দেশ দিয়েছিল। দীর্ঘদিন পুলিশ বিল এবং ভিলেজ কমিটি বিলের উপর কোন ধরণের আলোচনা না করে হিমঘরে ফেলে রাখা হয়।
তিপরা মথা এডিসি ক্ষমতায় আসার পরই বিল দুইটির উপর নিয়মনীতি তৈরী করতে অধিবেশনে আলোচনার জন্য উত্থাপন করেন। উল্লেখ্য গত ১৭ ডিসেম্বর ২০২১ সালে অধিবেশনে বিলের উপর তিনদিন আলোচনা করা হয়। আগামী ১৪ মার্চ থেকে বিলের উপর আলোচনা চলতে থাকবে ।