স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১১ মার্চ।। তেলিয়ামুড়া শিববাড়ি এলাকায় গাঁজাসহ আটক লরি চালককে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে। আটক গাড়ি চালকের নাম জিতেন্দ্র সিং।
ঘটনার বিবরণে জানা যায় গত ৯ মার্চ আগরতলা থেকে যাবার পথে ট্রাফিক পুলিশ আটক করে তল্লাশি চালিয়ে গাড়ির টায়ারের ভেতর থেকে মোট১৩৫কেজি গাঁজা উদ্ধার করেছিল। এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়।
অভিযুক্ত গাড়ির চালককে তেলিয়ামুড়া থানার পুলিশ পাঁচদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছিল।আদালত পাঁচদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে তাকে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়।পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এই পাচার কাণ্ডে জড়িত অন্যান্যদের নামধাম উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত রেখেছে।