অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। জঙ্গিগোষ্ঠী কথিত ইসলামিক স্টেট-আইএসের নতুন নেতা হিসেবে আবু আল-হাসান আল-হাশিমি আল-কুরাইশির নাম ঘোষণা করা হয়েছে।
টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক অডিও বার্তায় নতুন নেতার নাম ঘোষণা করে জঙ্গি গোষ্ঠীটি। খবর আনাদলু এজেন্সি’র।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অভিযানে সিরিয়ায় নিহত আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশির স্থলাভিষিক্ত হবেন আবু আল-হাসান।
আবু ইব্রাহিমের পাশাপাশি আইএসের মুখপাত্র আবু হামজা আল-কুরাইশির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেছে জঙ্গি গোষ্ঠীটি। নতুন মুখপাত্র হিসেবে আবু ওমর আল-মুহাজিরের নাম ঘোষণা করা হয়।
গত ৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সিরিয়ায় আমেরিকান বাহিনী আবু ইব্রাহিমকে হত্যা করে বলে ঘোষণা দেন।
আইএসের নতুন নেতা আবু আল-হাসান সম্পর্কে এখনো বিস্তারিত তেমন তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ২০১৯ সালের শুরুর দিকে সিরিয়ায় আমেরিকান বাহিনীর অভিযানে আবু বকর আল-বাগদাদি নিহত হলে আবু ইব্রাহিম আইএসের দায়িত্ব নেন।