অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের ফলাফল নিয়ে গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার বিধানসভা বাজেট অধিবেশন চলাকালীন মমতা বলেন, উত্তরপ্রদেশে অখিলেশ যাদবকে জোর করে হারানো হয়েছে।
এদিন তিনি বলেন, ইভিএমের ফরেন্সিক টেস্ট করানো উচিৎ। বাংলাতেও একই জিনিস করার চেষ্টা হয়েছিল। উত্তরপ্রদেশে বিজেপি মানুষের ভোটে জেতেনি, যন্ত্রের কারসাজির ভোটে বিজেপি জিতেছে। কংগ্রেস হেরেই চলেছে। কংগ্রেসের ওপর ভরসা করলে চলবে না। বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হতে হবে। এছাড়া আঞ্চলিক দলগুলিকেও একজোট হতে হবে। ২০২৪ সালে কী হবে কেউ জানে না। উত্তরপ্রদেশে যেভাবে জিতেছে তাতে বিজেপির ফল ভালো হবে না। অখিলেশ কংগ্রেস, মায়াবতীর বিরুদ্ধে লড়াই করেছে। এই জন্য বিরোধী ভোট ভাগ হয়ে গেছে। আর এই ভোট ভাগাভাগিতেই বিজেপির সুবিধা হয়েছে।
সম্প্রতি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের হয়ে বিধানসভা ভোটের প্রচারের উদ্দেশে উত্তরপ্রদেশ পাড়ি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর গড় বারাণসীতে হাইভোল্টেজ সভা করেন।