মায়াবতীর রাজনৈতিক কেরিয়ার কি শেষের পথে?

অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। উত্তরপ্রদেশে ভোটের ফলাফল বেরোনোর একদিন পরেই প্রকাশ্যে এলেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী।

এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বিজেপির ভাল অংশীদারিত্ব ছিল না। একইভাবে, ‘কংগ্রেসও আজ বিজেপির মতো একই পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশে নির্বাচনের ফলাফল আমাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য একটি শিক্ষা। ইউপি নির্বাচনের ফলাফল বিএসপির প্রত্যাশার বিরোধী। এতে আমাদের নিরুৎসাহিত হওয়া উচিত নয়। এর পরিবর্তে আমাদের উচিত হার থেকে শিক্ষা নেওয়া, আত্মসমীক্ষা করা এবং আমাদের দলীয় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ক্ষমতায় ফিরে আসা। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও জোর দিয়ে বলেছিলেন যে তাঁর দল বিজেপির “টিম বি” নয় এবং “কেবল বিএসপিই বিজেপিকে থামাতে পারে”।’

প্রসঙ্গত, ২২-এর বিধানসভা ভোটে বিএসপি উত্তর প্রদেশে মাত্র ১ টি আসনে জয়লাভ করেছে। ভোটের ফল দেখে বিশিষ্ট মহলে একটা বড় প্রশ্ন উঠছে, মায়াবতীর রাজনৈতিক কেরিয়ার কি শেষের পথে? উত্তরপ্রদেশে ৪০৩টি আসনের মধ্যে মাত্র একটি আসনে জয়ী হয়েছে বিএসপি। গতবার মায়াবতীর দল ১৯টি আসনে জিতেছিলেন। একইভাবে, পাঞ্জাবে বিএসপি অকালি দলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু সেখানেও তারা মাত্র একটি আসনে জয়লাভ করেছিল। ফলে কথা উঠছে, মায়াবতীর হাতি আজ এতটাই দুর্বল হয়ে পড়েছে যে, ঠিকমতো হাঁটতেও পারছে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *