ভেঙে পড়েছে ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার

অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। কাশ্মীর উপত্যকায় ভেঙে পড়ল সেনাবাহিনীর বিমান। জানা গিয়েছে, শুক্রবার জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরের বারাউম এলাকায় ভেঙে পড়েছে ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার।
ইতিমধ্যে চপারে থাকা ক্রুদের উদ্ধারের জন্য অনুসন্ধান দলগুলি তুষারাবৃত এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। যদিও কিভাবে এই ঘটনা ঘটল তা এখনও অবধি জানা যায়নি। এর পাশাপাশি কোনও হতাহতের খবর মেলেনি। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, এই হেলিকপ্টারটি একজন অসুস্থ বিএসএফ জওয়ানকে নিয়ে অন্য এক স্থানে যাচ্ছিল।

উল্লেখ্য, চিতা হ’ল একটি একক-ইঞ্জিন হেলিকপ্টার যা চলমান মানচিত্র প্রদর্শন, গ্রাউন্ড প্রক্সিমিটি ওয়ার্নিং সিস্টেম এবং আবহাওয়ার রাডারের মতো মূল বৈশিষ্ট্যগুলি নেই। এটিতে একটি অটোপাইলট সিস্টেমেরও অভাব রয়েছে, যা খারাপ আবহাওয়ায় কোনও পাইলটকে বিভ্রান্ত করার ক্ষেত্রে বিপর্যয়কর হতে পারে।

এদিকে সেনাবাহিনীর ২০০টি চিতা হেলিকপ্টারের একটি বহর রয়েছে। গত কয়েক বছরে, ৩০টিরও বেশি চপার দুর্ঘটনা হয়েছে। এর পাশাপাশি ৪০ জনেরও বেশি কর্মকর্তা মারা গেছে।

গত ২০১৫ সালে সেনা সদর দফতরের তরফ থেকে জানানো হয়েছিল যে চিতা হেলিকপ্টারগুলি কার্যত “মৃত্যুর ফাঁদে” পরিণত হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *