স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ মার্চ।। রাজ্যে পথদুর্ঘটনা উপর্যপরি বৃদ্ধি পেয়ে চলেছে। পুলিশ ওর ট্রাফিক পুলিশ তৎপরতা অব্যাহত রাখলেও দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে।
তেলিয়ামুড়া থানা এলাকার ইচারবিলে একটি যাত্রীবাহী ও পুলিশের মধ্যে সংঘর্ষে দু’জন গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান।
তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তেলিয়ামুড়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে তেলিয়ামুড়া থানার নেতাজি নগর লোকনাথ আশ্রম সংলগ্ন এলাকায় একটি স্কুটি ও রিকশার মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে স্কুটি চালক রিস্কা চালক এবং দুজন যাত্রী রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। তেলিয়ামুড়া থানার পুলিশ দুটি ক্ষেত্রেই মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।