গ্রামীণ অর্থনীতির বিকাশে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই সমবায়ের উপর বিশেষ অগ্রাধিকার দিচ্ছে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১১ মার্চ।। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সহায়তায় ত্রিপুরা এখন বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলেছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস এবং আত্মনির্ভর ত্রিপুরা এই শ্লোগান নিয়ে রাজ্যের বর্তমান সরকার কাজ করে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের এই প্রয়াসে সফলতাও আসছে।

আজ মোহনপুরে সমবায় দপ্তরের সহনিয়ামক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই সমবায়ের উপর বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। রাজ্য সরকার গত ৪ বছরে ১,৪৪৭টি নতুন কো-অপারেটিভ খুলেছে। রাজ্যে বর্তমানে ৮ লক্ষ ৪০ হাজার ব্যক্তি বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন। রাজ্য সরকার চাইছে রাজ্যের ব্যাপক অংশের মানুষকে বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সাথে যুক্ত করতে। রাজ্যে বর্তমানে ১২১টি দুগ্ধ সমিতি রয়েছে। উৎপাদক

কার্যালয়ের উদ্বোধন করে সমবায়মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, সমবায়ের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে

আমরা সামাজিক, অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ হতে পারি। রাজ্যের ব্যাপক অংশের মানুষকে যাতে সমবায় সমিতির সাথে যুক্ত করা যায় রাজ্য সরকার সেই লক্ষ্যে কাজ করে চলেছে। তিনি বলেন, রাজ্যে আরও ৫টি সহনিয়ামকের অফিস খোলা হবে। তিনি বলেন, মাত্র ২০০ লিটার দুধ দিয়ে আমুল কোম্পানী সমবায় সমিতির কাজ শুরু করেছিল। আজ তারা সারা বিশ্বে দুধের যোগানের ক্ষেত্রে একটা পরিচিত নাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমবায় দপ্তরের সমবায় নিয়ামক দিলীপ কুমার চাকমা। সভাপতিত্ব করেন মোহনপুর প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান নিতাই কুমার দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণধন দাস, মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রিনা দেববর্মা, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীলা সাস সেন প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *