১৩ মার্চ মুখ্যমন্ত্রীর সাথে রুদ্রসাগর হাঁস পালন প্রকল্পে সুবিধাভোগীদের মতবিনিময় সভা

 

স্টাফ রিপোর্টার, মেলাঘর, ১১ মার্চ।। আগামী ১৩ মার্চ নলছড় ব্লকের চলনমুড়া কৃষ্ণকুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে রুদ্রসাগর হাঁস পালন প্রকল্পে সুবিধাভোগী তপশিলী জাতিভুক্ত মহিলাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল কৃষ্ণকুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণ ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, জেলাশাসক বিশ্বশ্রী বি ও অন্যান্য দপ্তরের আধিকারিকবৃন্দ। প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর মতবিনিময় সভাকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সম্পর্কে অবগত হন এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *