অনলাইন ডেস্ক, ১১ মার্চ।। ‘ব্ল্যাক প্যান্থার’-এর মতো বিলিয়ন ডলার আয়ের সিনেমার পরিচালক রায়ান কুগলার। তিনি কিনা ব্যাংক ডাকাতের অভিযোগে গ্রেপ্তার!
বিবিসি জানায়, মূলত নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে ভুলক্রমে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
সম্প্রতি আলোচনায় আসা এ ঘটনা আটলান্টা শহরে ঘটে গত জানুয়ারি মাসে।
ওই দিনের ঘটনা বলতে গিয়ে টিএমজি-কে কুগলার জানান, ব্যাংক অব আমেরিকায় নিজের অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ডলার তুলতে গিয়েছিলেন তিনি।
সেখানে থাকা টেলার বা বাহকের হাতে একটি স্লিপ দেন রায়ান। তাতে লেখা ছিল, গোপনীয়তা রক্ষা করে নিজের অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ডলার তুলতে চান।
রায়ান পরিচয়পত্র দেখালেও, মাস্ক, সানগ্লাস ও হ্যাট পরিহিত কুগলারকে দেখে টেলারের সন্দেহ হয় যে, তিনি একজন ডাকাত। সঙ্গে সঙ্গে ওই টেলার পুলিশকে ফোন দেন। তারা এসে কুগলারকে আটক করে। পরে পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়।
ওই নারী টেলার এবং কুগলার উভয়ই কৃষ্ণাঙ্গ। গর্ভবতী সেই নারী টেলার জানান, ওই মুহূর্তে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন তিনি।
কুগলার জানান, তার পরিবারের এক মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য টাকা তুলতে গিয়েছিলেন। টাকার অঙ্ক অনেক বড় হওয়ায় গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছিলেন তিনি।
ব্যাংক কর্তৃপক্ষ পরে রায়ান কুগলারের কাছে ক্ষমা প্রার্থনা করেছে।
বর্তমানে ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবি নিয়ে ব্যস্ত আছেন রায়ান। এর আগে তিনি নির্মাণ করেছিলেন ‘ক্রিড’-এর মতো প্রশংসিত চলচ্চিত্র।