স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১১ মার্চ।। তেলিয়ামুড়া থানা এলাকার মোহরছড়ায় একটি ইটভাটাতে ভাইয়ের আক্রমণে অপর ভাই গুরুতর ভাবে আহত হয়েছে। আহত ভাইয়ের নাম সন্তোষ ওরাং।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে, তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান। ঘটনা শুক্রবার দুপুর নাগাদ। ঘটনাকে কেন্দ্র করে ইটভাটা সহ পার্শ্ববর্তী এলাকা গুলোতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় সুনির্দিষ্ট অভিযোগ গৃহীত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে ইটভাটা শ্রমিক দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে বিতর্ক চলছিল। শুক্রবার দুপুর নাগাদ দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে। বাক-বিতণ্ডার জেরে এক ভাই অপর ভাইকে বেধড়ক মারধর করে।তাতেই সে গুরুতর ভাবে আহত হয়। তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত ভাইকে আটক করতে পারেনি পুলিশ।