এডিসির অধিবেশনে চেয়ারম্যান, মুখ্যনির্বাহী সদস্য, নির্বাহী সদস্য ও সদস্যদের বেতন ভাতা বৃদ্ধির বিল পেশ

 

স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১১ মার্চ।। আজ এডিসির অধিবেশনের প্রথম দিন চারটি বিল এবং ক্যাগ রিপোর্ট পেশ করা হয়। মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক (এস্টারিস্টমএন্ট অফ ভিলেজ কমিটি) (সেভেন এমেনমেন্ট) এ্যাক্ট ২০২২।

ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক ভিলেজ কমিটি (এডমিনিস্ট্রেশন) (সেভেন এমেন্ডমেন্ট) রুলস ২০২২। ত্রিপুরা টাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক ভিলেজ কমিটি (মেনটেনেন্স অফ রিজিস্টার অফ অডিনারী রেসিডেন্টস) রুলস ২০২২ বিলগুলো আজ আলোচনার জন্য অধিবেশনে পেশ করেন।

এছাড়া শ্রীজমাতিয়া ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক কাউন্সিল অডিট রিপোর্ট ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ ক্যাগ রিপোর্ট পেশ করেন।

অপরদিকে ডেপুটি চীফ এক্সকিউটিভ মেম্বার অনিমেষ দেববর্মা টিটিএএডিসি সেলারীস এলাউন্স এন্ড আদার বেনিফিটস অফ দ্য চেয়ারম্যান, চীফ এক্সকিউটিভ মেম্বার, এন্ড্রু কিউটিভ মেম্বার এন্ড লিডার অফ অপসিশন এন্ড সেলারীস, এলাউন্স এন্ড পেনশন অফ দ্য মেম্বারস অফ টিটিএএডিসি (থারটিন এমেন্ডমেন্ট) রুলস-২০২২ বিল সভায় পেশ করেন। বিলগুলোর উপর আগামী দিন আলোচনা করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *