এডিসির ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৫ হাজার ৫৪৮ কোটি ৪১ লক্ষ ৩৪ হাজার টাকার বাজেট পেশ

 

স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১১ মার্চ।। আজ এডিসির অধিবেশনে ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৫৫৪৮৪১.৩৪ (৫ হাজার ৫৪৮ কোটি ৪১ লক্ষ এবং ৩৪ হাজার) টাকার সভায় আলোচনায় জন্য পেশ করেন মুখ্যনির্বাহী সদস্য পূর্নচন্দ্র জমাতিয়া। এর মধ্যে মার্কেট লাইসেন্স ফি এবং অন্যান্য রাজস্ব সংগ্রহ ইত্যাদি খাতে ২০১৭৫ লক্ষ টাকা সুদের টাকা খাতে ৫৭৫.২৫ লক্ষ টাকা, অন্যান্য খাতে ৪৫৫.৪০ লক্ষ টাকা, পরিকল্পনা খাতে ৩৮৪৯৯২.৩৩ লক্ষ টাকা, শেয়ার অব ট্যাক্সে ১৯৮৯৮.৪৫ লক্ষ টাকা, ট্রান্সফার ফান্ড খাতে ১২৮০৫৯৩১ লক্ষ টাকা, এক্সকুডে এরিয়া গ্র্যান্ট খাতে ৭২৩৫৮০ লক্ষ টাকা এবং ১৫তম অর্থ কমিশন গ্র্যান্ট খাতে ১৩৪২৩.০৫ লক্ষ টাকা।

বাজেট পেশ করে মুখ্যনির্বাহী সদস্য শ্রীজমাতিয়া জানান এডিসি এলাকায় সার্বিক কল্যাণের স্বার্থেই এই বাজেট রচনা করার প্রধান লক্ষ্য। তিনি জানান এই বাজেট ৯০ শতাংশ উন্নয়মূলক কর্মসূচী ৯ শতাংশ, প্রশাসন এবং ১ শতাংশ টাকা পেনশনের জন্য ধরা হয়েছে।

এছাড়া তিনি জানান শিক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং জুমিয়া বাসীদের উন্নয়ন বাজেটে সংস্কৃার রাখা হয়েছে। এছাড়াও তিনি জানান বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিশেষ জোর দেওয়া হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *