ফের লখনউয়ের গদিতে কি যোগীই !

অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। লখনউয়ের গদিতে কি ফের বসতে চলেছেন যোগী আদিত্যনাথ! এই নিয়ে চলেছে রাজনৈতিক মহলের চুলচেরা বিশ্লেষণ। গত পাঁচ বছরে রাজ্যে যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতাসীন।
২০১৭ সালে পঞ্জাবে কংগ্রেস জিতেছিল ৭৭ আসনে। অকালি দল ও বিজেপি মিলে পেয়েছিল ১৮ আসন; আম আদমি পার্টি ২০টি আসন পেয়েছিল এবং অন্যরা দুটি আসন পেয়েছিল।

কিন্তু এবার রাজ্যটিতে পুরো পরিস্থিতি বদলে গেছে। দিল্লির বাইরে ভিন রাজ্যে এই প্রথম বিজেপি এবং কংগ্রেসকে জোর টক্কর দিয়ে অরবিন্দ কেজরিওয়ালের দল ক্ষমতায় বসতে যাচ্ছে।

বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে পঞ্জাবে আম আদমি পার্টি এগিয়ে থাকার ব্যাপারে। পাঞ্জাবে কেজরিওয়ালের লড়াইয়ের শুরু অবশ্য ২০১৪ সালের লোকসভা নির্বাচন থেকে।
দিল্লি ছাড়িয়ে সর্বভারতীয় রাজনীতিতে আম আদমি পার্টিকে মেলে ধরতে তিনি প্রথম যে রাজ্যে লড়াই শুরু করেন, সেটা এই পঞ্চনদের তীর। এরপর ২০১৭ সালের বিধানসভা ভোটে ১১৭টি আসনের মধ্যে ২০টি পেয়েছিলেন। আর এবার সেখানকার ক্ষমতাই দখলে নিতে যাচ্ছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ‘সেমিফাইনাল’ হিসেবে বিবেচনা করা এই বিধানসভা ভোটে উত্তর প্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *