অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। বলিউডের নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন কিয়ারা আদভানি। তিনি যা করেন, তাই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তার পোশাক এবং ফ্যাশন অনুসরণ করেন নতুন প্রজন্মের অনেকেই।
সেই কিয়ারা আবার আলোচনায়। কারণ বিয়েবাড়িতে তার কাণ্ডকারখানা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তার নাচের একটি ভিডিও। বোনের বিয়েতে গিয়েছেন তিনি। মূল অনুষ্ঠানে এই নাচটি হওয়ার কথা। তার আগে গানের তালে আরও অনেকের সঙ্গে নাচটির অনুশীলন করছেন কিয়ারা আদভানি।
বোনের সঙ্গেও নাচলেন ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির গানে। সংগীতে গোলাপি পোশাক বেছেছিলেন কিয়ারা। সঙ্গে ছিল হাই হিল। খোলাই রেখেছিলেন চুল।
এক সংবাদমাধ্যমের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে এই ভিডিও। তার পর থেকেই এটি ছড়িয়ে পড়েছে নানা জায়গায়।
কিন্তু তার চেয়েও বেশি করে আলোচনায় রয়েছে যে পোশাকে কিয়ারা নেচেছেন, সেই পোশাকটি। গোলাপি রঙের বিশেষ পোশাকটিতে যারাই তাকে দেখেছেন, তারাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
তবে এই পোশাক পরে ফটোশ্যুটের একটি ভিডিও কিয়ারা নিজেও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
চলতি বছরেই মুক্তি পাচ্ছে কিয়ারা অভিনীত তিনটি ছবি। ‘ভুল ভুলাইয়া ২’, ‘গোবিন্দা নাম মেরা’ এবং ‘যুগ যুগ জিয়ো’। এই মুহূর্তে ছবির কাজ নিয়ে ব্যাপক ব্যস্ত কিয়ারা। তারই ফাঁকে পরিবারের জন্যও যে হাতে সময় রয়েছে, তা প্রমাণিত সাম্প্রতিক এই ভিডিওগুলো থেকেই।
এরপর কিয়ারাকে দেখা যাবে ‘যুব যুগ জিও’ ছবিতে বরুণ ধাওয়ানের সাথে। ছবিতে আরও রয়েছেন অনিল কাপুর, নীতু কাপুর, মণীশ পল, প্রাজক্তা কোলি। ২৪ জুন ছবির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
https://twitter.com/club_kiara/status/1499763330646372353?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1499763330646372353%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.deshrupantor.com%2Fentertainment%2F2022%2F03%2F09%2F349428