স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১০ মার্চ।। সাতদিন ব্যাপী এন এস এসের বিশেষ শিবিরের আজ উদ্বোধন হল উদয়পুর চন্দ্রপুর কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে । সাতদিন ব্যাপী এন এস এসের বিশেষ শিবিরের আজ এই বিশেষ শিবিরের আজ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ।
অন্যান্য অতিথি দের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুরপরিষদের পুরপিতা শীতল চন্দ্র মজুমদার-মুখ্য অতিথি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর ভারতী নিগম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রপুর কলোনি গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা ঘোষ ও চন্দ্রপুর কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এস এম সি কমিটির সদস্য উত্তম বনিক সহ এন এস এসের প্রোগ্রাম অফিসার অমিত কুমার দেবনাথ ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রপুর কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের টিচার ইনচার্জ তপন কুমার ভৌমিক । অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, ভারতী নিগম, শীতল চন্দ্র মজুমদার পুনরায়, তপন ভৌমিক ও অমিত কুমার দেবনাথ ।
বক্তারা এন এস এসের গঠন সহ প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই সাতদিনের শিবিরে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে, ডিজাস্টার ম্যানেজমেন্টর প্রয়োজনীয়তা, বাগান করা ও অর্থনৈতিক উন্নয়ন, যান দুর্ঘটনা ও বর্তমান ট্রাফিক ব্যাবস্থা, স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে মাতাবাড়ি সাফাই অভিযান, রোড সেফটি নিয়ে হেলমেটহীন চালকদের হাতে গোলাপ ফুল দিয়ে সচেতনতা বৃদ্ধি করা সহ বিভিন্ন সচেতনতা মূলক অনুষ্ঠান থাকবে। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দ্রপুর কলোনি সি আর সি সেন্টারের ক্লাস্টার রিসোর্স পার্সন অপুরাম সরকার ।