আক্কিনেনি পরিবারের কোনো জিনিসই আর নিজের কাছে রাখতে চান না অভিনেত্রী

অনলাইন ডেস্ক, ১০ মার্চ ।। গত বছরের অক্টোবরে চার বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। দক্ষিণ ভারতীয় সুপারস্টার নাগার্জুনের ছেলে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার প্রেম ও বিয়ে নিয়ে মাতামাতি ছিল ভক্তদের। বিচ্ছেদের আগে অনেক দিন ধরে বনিবনা হচ্ছিল না তাদের। অবশেষে বিচ্ছেদটা হয়েই গেল তাদের। এবার শোনা গেল, নাগার সঙ্গে বিয়ের আসরে যে শাড়িটি সামান্থা পরেছিলেন, সেটা সাবেক স্বামীর কাছে পাঠিয়ে দিলেন সামান্থা।

তেলুগু গণমাধ্যমের খবর অনুযায়ী, অফ হোয়াইট রঙের শাড়িটি আসলে নাগা চৈতন্যর দাদির। তাই সেই শাড়ি নিজের কাছে রাখতে চাননি সামান্থা। তা ছাড়া নাগা বা আক্কিনেনি পরিবারের কোনো জিনিসই আর নিজের কাছে রাখতে চান না অভিনেত্রী।

বিচ্ছেদের পর সামান্থা টুইটারে লিখেছিলেন, ‘অনেক আলোচনা ও চিন্তা-ভাবনা করেই আমরা স্বামী-স্ত্রী দুজন আলাদা পথ খুঁজে নিয়েছি। এক দশকের বেশি সময় ধরে আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, যা আমাদের সম্পর্কের মূল ভিত্তি, আমরা বিশ্বাস করি, সব সময় আমাদের মধ্যে সেই বন্ধন থাকবে। ’

সাম্প্রতিক সময়ের তুমুল হিট ছবি ‌‘পুষ্পা’র আইটেম গানে সামান্থা রুথ প্রভু। তবে নাগা-সামান্থার বিচ্ছেদ নিয়ে গুঞ্জনের রসদ অনেক। পর্দায় খোলামেলা দৃশ্যে সামান্থার অভিনয় নিয়ে নাকি নাগার মা-বাবা আপত্তি তুলেছিলেন। নাগার নিজেরও নাকি পছন্দ ছিল না পর্দায় স্ত্রীর ‘সাহসী’ রূপ। বিচ্ছেদ নিয়ে বললেও পরে কিন্তু নিজের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে কোনো কথা বলেননি নাগার্জুন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *